অভিনেতা আব্দুল কাদের এর মৃত্যুতে ‘ধ্রুব সাহিত্য পত্রের’ শোক প্রকাশ। ধ্রুব সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান বলেন গুণী ও জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে নাট্যজগতের অপূরণীয় ক্ষতি হলো। নিভে গেল দারুন উচ্ছাসে ভরা এক প্রাণ।
তিনি আরো বলেন, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের হুমায়ন আহমেদের লেখা’’ কোথা ও কেউ নেই’’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমল জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি হুমায়ন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে, “পায়ের আওয়াজ পাওয়া যায়”, “এখনো ক্রীতদাস”, “দুই বোন”, “মেরাজ ফকিরের মা”।
এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় নাটক গুলো হচ্ছে “কোথায়ও কেউ নেই”, “নক্ষত্রের রাত”, “শীর্ষবিন্দু”, “যুবরাজ”, “জল পরে পাতা নড়ে”।
এছাড়াও আব্দুল কাদের রং নাম্বার চলচিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বেশ জনপ্রিয় কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন এই সফল অভিনেতা।
আব্দুল কাদেরের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন ধ্রুব সাহিত্য পত্রের নির্বাহী সম্পাদক শহীদুল্লাহ্ অমিয়, ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হোসেন, সহ সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স, শিল্প সম্পাদক সোনিয়া আফরোজ, উপ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।