আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছেন প্রধানমন্ত্রী।
তিনি হলে প্রবেশ করার পর সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বরণ করেন।
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই ই মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো বাংলাদেশেও গতকাল বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশের প্রবাসী-আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে এবং সুষ্ঠু নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য দক্ষতা উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এ বছরের প্রতিপাদ্য নির্বাচন করে।