1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ন

অশ্রু জলে মুছে যায়

রুদ্র অয়ন, নারায়ণগঞ্জ টাইমস :
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৪

রুদ্র অয়ন এর কবিতা
অশ্রু জলে মুছে যায়

মনের মাঝে অনেক কথা
সবটাই না প্রকাশ পায়,
ঢেউয়ের মতো আসে মনে
ঢেউয়ের মতো ফিরে যায় ।

অনেক কথাই আসে মনে
লিখতে গেলে হারিয়ে যায়,
রাত্রি নামলেই আসে ফিরে
ভোরের আলোয় ভুলে যাই!

তোমার কথা রাত দুপুরে
চুপিচুপি হায় আসে মনে,
একদিন তুমি ছিলে আমার
সমস্ত হৃদয়ের কোণে!

তোমাকে চিঠি লিখতে গিয়ে
অনেক কথা স্হান পায়,
হঠাৎ ভীষণ ঝড় এসে
লেখাগুলো সব উবে যায়!

ইচ্ছে করে লিখতে চিঠি
তবুও হয়না চিঠি দেয়া,
নিরব রাতে হৃদয় পটে
ভাসে যে স্মৃতির খেয়া!

বিশ্বাস তুমি খুন করে
হয়তো সুখে কাটছে দিন,
সময় আমার বিবর্ণ যে
বাড়ে শুধু স্মৃতির ঋণ!

তোমায় লেখা কত কথাই
হারিয়ে যায় সবই হায়,
লিখতে গিয়ে সাদা পাতায়
অশ্রু জলে সব মুছে যায়!

– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart