চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে পাথরঘাটা ফিশারিঘাটে এ অগ্নিকাণ্ড হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে পুড়ে গেছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে খাবার হোটেল, ফার্মেসি ও মুদি দোকান রয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫০ লাখ টাকা মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।