আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলে এসেছেন। আওয়ামী লীগের দু’দিনব্যাপী কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিন আজ (শনিবার) দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন শেখ হাসিনা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন তিনি।
এ অধিবেশনে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের তার সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। এরপর সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির সভাপতিরা তাদের রিপোর্ট পেশ করে বক্তব্য রাখবেন।
এ ছাড়া প্রতি জেলা থেকে আসা দলের সভাপতি-সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে অনেকে বক্তব্য দেবেন।