আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার মধ্য রাতে রাজধানীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে চান।
ইশরাক হোসেন বলেন, ‘অতীতের মতো আসন্ন সিটি নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। তারপরেও এ নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্ক আরো সোচ্চার হতে উদ্বুদ্ধ করা হবে।’
ইশরাক বলেন, ‘এর মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান হবে।’
মেয়র নির্বাচিত হলে নগরীর উন্নয়নে শত বছরের পরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও উল্লেখ করেন ইশরাক হোসেন।