ইরানের রাজধানী তেহরানে প্লেন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে পাঠানো এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
বুধবার (০৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে পাঠানো এক শোক বার্তায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ইউক্রেনগামী প্লেন দুর্ঘটনায় প্রায় ১৭০ জন নিহত হওয়ার ঘটনায় আমি গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৭৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আরোহীদের কেউ-ই আর বেঁচে নেই।