ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। এ বিক্ষোভে অংশ নেওয়ায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে।
রোববার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শনিবার (১১ জানুয়ারি) বিক্ষোভকারীরা প্রথমে প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে জড়ো হলেও বিকেলের দিকে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাকেয়ার। পরে তা বিক্ষোভে রূপ নিলে তিনি দূতাবাসে ফিরে যাচ্ছিলেন। তখন পুলিশ তাকে গ্রেফতার করে। তিন ঘণ্টার মতো আটক রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ‘সংশয়াতীতভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ’ হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, সুস্পষ্ট কারণ ও ব্যাখ্যা ছাড়া তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে গ্রেফতার করা হয়েছে, যাতে সংশয়াতীতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘ হয়েছে।