উবারে কিংবা ট্যাক্সিতে উঠে হেনস্থার শিকার হয়েছেন অনেকেই। দেশে বিদেশে এমন ভয়ংকর ঘটনা ঘটছে প্রতিনিয়তই। এবার উপারে উঠে বিপদের পড়েছেন জনপ্রিয় এক চিত্র নায়িকা। অপ্রকৃতস্থ উবার চালকের খপ্পরে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর। নায়িকার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে লন্ডনের রাস্তায়।
সোনম কাপুর নিজেই তার টুইটারে সেই ভয়ংকর ঘটনার বর্ণনা দিয়েছেন। সোনম কাপুর লিখেছেন, ‘লন্ডনের রাস্তারয় উবারে উঠে আমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। এখন মনে হচ্ছে এর চেয়ে পাবলিক ট্রান্সপোর্ট কিংবা ক্যাব (ট্যাক্সি) বেশি নিরাপদ। সবাই সাবধানে পথে চলাচল করুন।’
নায়িকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণানা দিয়ে সোনম লিখেছেন, ‘উবারে উঠে যখন গাড়ি চলতে শুরু করলো আমি খেয়াল করে দেখলাম চালক সুস্থ অবস্থায় নেই। উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামিচি করছিলেন, আমি তখন ভয়ে কাঁপছিলাম।’
সোনম আরও বলেন, ‘আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করি। কিন্তু তাতে কোনোই লাভ হয়নি। বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। এই সিস্টেমটাকে আরও অনেক আপডেট করা প্রয়োজন।’
এদিকে সোনমের এই টুইট দেখে ভয় পেয়েছেন তার ভক্তরাও। অনেকদিন ধরেই ল সোনম কাপুর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে বসবাস করছেন। এই মুহূর্তে তিনি সেখানেই আছেন। মাঝে মধ্যেই কর্মসূত্রে তিনি মুম্বাইতে আসেন।