হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোপীনাথ দাস আর নেই ৷ বুধবার (১১ নভেম্বর) বিকেলে সাইনবোর্ডের প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর৷
দীর্ঘদিন যাবত অসুস্থায় চিকিৎসাধীন ছিলেন গোপীনাথ দাস৷ সর্বশেষ লাইফ সাপোর্টে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়৷ পরে তার অবস্থা আবারও অবনতি হলে প্রো-অ্যাক্টিভ হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই মারা গেছেন তিনি৷ গোপীনাথ দাস মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন৷
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কমান্ডার গোপিনাথ দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। গত শারদীয় দুর্গাপূজার সময়ে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।