1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন

কাউন্সিলর পদে আওয়ামী লীগের আবেদনপত্র বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ১৭২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ আবেদনপত্র বিতরণ শুরু হয়।

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর পদে আবেদনপত্র বিতরণ করা হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পুরাতন ভবনে ঢাকা উত্তর এবং নতুন ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের আবেদনপত্র বিতরণ করা হচ্ছে।

ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের আবেদন ফরমও দেয়া হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো বিতরণ করা হচ্ছে মেয়র প্রার্থীদের আবেদন ফরমও।

বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলর পদে আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মেয়র পদে মনোনয়নপত্রের ফরম বিতরণের প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দু’জন ও দক্ষিণ সিটি কর্পোরেশনে চারজন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তর সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart