স্কুলশিক্ষক আমিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসলাম মোল্যা, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সোহান মোল্যা, লুৎফর রহমানের মেয়ে শাহানা স্বর্ণা, পুত্রবধু মিলিয়া খানমসহ অনেকে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালিয়া সড়কের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত ও দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
এলাকাবাসী জানান, কালিয়া উপজেলার বনগ্রামের লুৎফর রহমান এবং একই গ্রামের মুকুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।