পেঁয়াজ সিন্ডিকেটে জড়িত ‘সন্ত্রাসী’র কুশপুতুলে ঘৃণা জানালেই দেওয়া হবে পেঁয়াজবিহীন খাবার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনটায় ব্যতিক্রমী এ আয়োজন হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে।
পেঁয়াজের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘পেঁয়াজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’ শিরোনামের এ কর্মসূচি পালন করবে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ।
নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে পেঁয়াজ সন্ত্রাসীদের কুশপুতুলে ঘৃণা জানানো হবে আনুষ্ঠানিকভাবে।
নাগরিক উদ্যোগের সমন্বয়কারী স্বরূপ দত্ত রাজু বাংলা২৪ বিডি নিউজকে জানান, হাশেম বাবুর্চির ভাই বাদশা বাবুর্চি পেঁয়াজবিহীন রান্না করবেন। মাছ, মাংস, সবজিসহ নানা পদের রান্না হবে পেঁয়াজ ছাড়াই। যারা কুশপুতুলে ঘৃণা জানাবেন তারা এ রান্নার স্বাদ পাবেন।