ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।
কারণ ছাড়াই ছাত্রলীগকে জড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘কয়েকদিন আগে নুরের দুর্নীতির যে অডিও ফাঁস হয়েছে, সেটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ঘটনা ঘটানো হয়েছে।’
তিনি বলেন, ‘নুর, বহিরাগত এবং মুক্তিযুদ্ধ মঞ্চ মিলে এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়।’ তবে হামলার ঘটনাকে অনাকাঙিক্ষত বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গণমাধ্যমের সমালোচনা করে সাদ্দাম হোসেন বলেন, ‘অতীতেও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ছাত্রলীগকে জড়ানো হয়েছে। এবারও সেটি করেছে। গণমাধ্যমের এই মিথ্যাচার সাধারণ ছাত্ররা বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।