ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম সাদেকুল ইসলাম সাজু (৪২)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বালিয়াবস্তি গ্রামের রিয়াজুল ইসলামের জামাতা। তবে নিহত সাজুর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।