জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪৫তম ব্যাচের সাকিব জামান অন্তুকে সভাপতি ও দর্শন বিভাগের নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মুক্তিযুদ্ধ মঞ্চ বিশ্ববিদ্যালয় শাখার ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এফতেখার আলম রিশাদ এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. মুরাদ মিয়া, সাজ্জাদ শোয়াইব চৌধুরী, সবুজ রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মিরাজ, সোহান রেজা সৌরভ, সঞ্জিত মাহাতো রনি, সাংগঠনিক সম্পাদক সিরাজুম মনিরা, উৎস দত্ত, সৌরভ কাপালি।
দপ্তর সম্পাদক আবুল বাশার সজল, প্রচার সম্পাদক ইমরান হোসেন জনি, অর্থ বিষয়ক সম্পাদক মো. আল আমিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, সমাজসেবা সম্পাদক অরোবিন্দ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল নাজমুল।