ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন মুহা. সাদেক কুরাইশী। সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। শুক্রবার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন।
এর আগে বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে অডিটোরিয়ামের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বক্তব্য দেন, দলের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী।
বিদায়ী সভাপতি দবিরুল ইসলাম সমাপনি বক্তব্য শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
পরে সবার মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মুহা. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক পদে দীপক কুমার রায়ের নাম ঘোষণা করেন জাহাঙ্গীর কবির নানক।
খুব শিগগিরই নতুন সভাপতি ওসাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় আ.লীগের কাছে পাঠাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দফতর সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
এছাড়াও সম্মেলনে জেলার ৬ উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, পৌরসভা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।