ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে ফের ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ ককটেল বিস্ফোরিত হয়।
এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিন্তু কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে সে সম্পর্কে অবগত নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বাংলা২৪ বিডি নিউজকে বলেন, আমরা ধারণা করছি ক্যাম্পাসে দুই পক্ষের বিবাদমান ঘটনায় এটি হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে ব্যবস্থা নেবেন।