নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন রোববার চারটি ওয়ার্ডের প্রচারণায় নামবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ নম্বর ওয়ার্ডের মাধ্যমে দিনের প্রচারণা শুরু করবেন তাবিথ আউয়াল। এদিন সকাল ১০টায় শাহ আলী মাজার জিয়ারত করবেন তিনি।
এরপ উত্তর বিশিল গুদারাঘাট চিড়িয়াখানা রোড হয়ে এক নম্বর ঈদগাঁ মাঠ, ডি-ব্লক হয়ে মুক্তিযোদ্ধা মার্কেট পর্যন্ত প্রচারণা চালাবেন। এছাড়া ১০, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন তাবিথ।
এদিকে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শনিবার পাঁচটি ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।