ধানের শীষের গণজোয়ার দেখে ভোটাররা ভরসা পাচ্ছেন, তারা এবার ভোটকেন্দ্রে যাবেন বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।
শনিবার গোপীবাগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ইশরাক হোসেন বলেন, ভোটাররা এবার ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছে না। প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ, তিনিও যেন প্রভাববিস্তার না করেন সেই আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রার্থী কোন পরিবারের তার প্রভাব পড়বে না নির্বাচনে। দেশটা কারও পারিবারিক সম্পত্তি না। ধানের শীষের শক্তি জনগণ। জনগণই এবার ভোটকেন্দ্র উপস্থিত থাকবে। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।