নতুন দুই শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ভোট দিচ্ছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা স্ট্রেকহোল্ডারা।
রোববার সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিলে ডিএসই’র পুরাতন ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়।
দুই পরিচালক পদে ভোটযুদ্ধে লড়ছেন তিনজন। এরা হলেন- জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং ডেসা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৫৯ জন। এদের ভোটে দুজন প্রার্থী নির্বাচিত হয়ে ডিএসইর পরবর্তী পরিচালনা পর্ষদের সদস্য হবেন। ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দাফতরিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।