নতুন বছরে এডিপি যথাযথভাবে বাস্তবায়ন করতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (১ জানুয়ারি) পালিত হচ্ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন। বছরের প্রথম দিনকে সামনে রেখে পরিকল্পনামন্ত্রী বাংলা২৪ বিডি নিউজকে বলেন, ‘আমরা কাজ করি অর্থবছরে। আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাঝখানে আছি। আগামী দিনে আমরা এডিপি যথাযথভাবে বাস্তবায়ন করতে চাই।’
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ আগস্ট পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। টাকার অংকে যার পরিমাণ ৯ হাজার ৬২৬ কোটি টাকা। যা গত (২০১৮-১৯) অর্থবছরের এ সময়ে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। টাকার অংকে যার পরিমাণ ছয় হাজার ৩১৮ কোটি টাকা। অর্থাৎ বাস্তবায়নের হার বাড়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ, টাকার অংকে তিন হাজার ৩০৮ কোটি টাকা।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিটি বিভাগের প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠকে বসছি। এই উদ্যোগ প্রকল্প বাস্তবায়নের হার বাড়াতে ভূমিকা রাখছে।’
তবে বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়নের হার কমে যায়। ২০১৭-১৮ অর্থবছরে এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১০ দশমিক ২১ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ২৫ শতাংশে এবং চলতি অর্থবছরে (২০১৯-২০) তা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ০৬ শতাংশ। বাস্তবায়নের হার কমলেও বাজেট বড় হওয়ায় এর টাকার অংকে বেশি ছিল।
গত ১৫ অক্টোবর এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, ‘গতি কমেনি। টাকার পরিমাণ অনেক বেড়েছে। আর বাস্তবায়ন খুবই অল্প কমেছে। দুই দিন পরে ঠিক হয়ে যাবে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৬১৭টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে খরচ হচ্ছে দুই লাখ ১৫ হাজার ১১৩ কোটি ৭৩ লাখ টাকা।