মাহমুদউল্লাহ রিয়াদকে পেতে অপেক্ষা করতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
হ্যামস্ট্রিং চোটে মাহমুদউল্লাহ রিয়াদ দলের বাইরে। ভারতে গোলাপি বলের টেস্টে হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন। সেই চোটে বিপিএলে শুরুর দিকে ম্যাচ মিস করেন জাতীয় দলের এ অলরাউন্ডার। সুস্থ হয়ে ফিরে খেলেন তিন ম্যাচ। শেষ ম্যাচে চট্টগ্রামে ঝড় তুলে ২৮ বলে খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। কিন্তু ওই ইনিংস সাজানোর পথে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিক্সন জানিয়েছেন, বিপিএলের সিলেট পর্বে খেলা হবে না মাহমুদউল্লাহর। দলের সঙ্গে সফর করবেন। থাকবেন অনুশীলনেও। কিন্তু ওই সময়ে পুর্নবাসন প্রক্রিয়ায় থাকবেন। ইংলিশ কোচ বলেছেন,‘তার আগামী ম্যাচে খেলার কোনো সম্ভাবনা নেই। হ্যামস্ট্রিং চোটে ভুগছে। ইনজুরি নিয়ে সে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সূচি বেশ ব্যস্ত। ছোটখাটো নিগাল থাকেই। তবুও আমরা তাকে বিশ্রামে রাখতে যাচ্ছি। আশা করছি ৭ বা ৮ জানুয়ারি তাকে পুরোপুরি সুস্থ পাওয়া যাবে।’
বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হারাচ্ছে দুই ক্যারিবীয়ান তারকাকে। লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস জাতীয় দলের ডাকে ঢাকা ছাড়ছেন। আপাতত তারা উড়িয়ে আনছে শ্রীলঙ্কার আশেলা গুনরাত্নকে। পাশাপাশি স্কোয়াডে শিগগিরই যোগ দিচ্ছেন ক্রিস গেইল।
‘৬, ৭ বা ৮ জানুয়ারি গেইলের চলে আসার কথা। আশা করছি মাহমুদউল্লাহ ও গেইল একই সঙ্গে আমাদের হয়ে খেলবে।’ – যোগ করেন নিক্সন।
৩১ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে চট্টগ্রামের পরের ম্যাচ। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে তারা প্লে’অফ নিশ্চিত করেছে। তবুও শেষ ৪ ম্যাচে জয় চায় দলটি। সেরা দুইয়ে থাকতে পারলে দুবার ফাইনালে যাওয়ার সুযোগ থাকে। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস সেদিকেই নজর দিয়েছেন।