চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেছেন, ‘আমি একজন পরিচ্ছন্ন মানুষ আমার পুলিশ সদস্যদেরও পরিচ্ছন্ন করতে চাই।’
সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশ সদস্যদের কারো প্রতি যদি কোনো অভিযোগ থাকে তাহলে আগে আমাকে ইনফরমেশন দেন। এরপর যদি দেখেন কোনো প্রতিকার হয়নি তখন পরবর্তী ব্যবস্থা নেন। আমাকে কাজ করতে সুযোগ দিতে হবে। আপনাদের কাছে এ জন্য সর্বাত্মক সহযোগিতা আশা করছি।… ক্লিয়ার ম্যাসেজ, পরিচ্ছন্নতা চাই।’
নিজেকে সাংবাদিকবান্ধব পুলিশ দাবি করে তিনি বলেন, ‘সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরেন। আপনাদের লেখনীতে আমি চট্টগ্রামকে দেখবো। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে অনেক সমস্যা সমাধান সহজ হয়।’
নিজের পরিচয় দিতে গিয়ে নবনিযুক্ত পুলিশ সুপার বলেন, ২০০৩ সালে ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দিই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। চট্টগ্রামের আগে ২০১৬ সালের ১৯ জুলাই থেকে প্রায় সাড়ে তিন বছর লালমনিরহাট পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছি।
মাদক নিয়ন্ত্রণকে প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘কাজের সীমা নেই। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমি কাজ করব। এটি নিশ্চয় একটি বড় জেলা। তাই এটি চ্যালেজ্ঞিং। আগের জেলাটি (লালমনিরহাট) ছিল সীমান্ত এলাকা। এখানেও মাদকের একটি সমস্যা আছে। সেটি নিয়ে কাজ করব।’
‘কারা মাদকের খুচরা বিক্রেতা, কারা রিটেইলার এ বিষয় নিয়ে স্টাডি করার প্রয়োজন আছে। আমরা সবাইকে ধরব’-বলেন পুলিশ সুপার।
এস এম রশিদুল হক বলেন, ‘আমাকে একটু সময় দিন। সাত দিনের অভিজ্ঞতায় সব বিষয়ে কথা বলা সম্ভব নয়। পুলিশের সব সেবা আরও সহজ থেকে সহজতর করার জন্য আমি কাজ করে যাবো। আমাকে সহযোগিতা করেন, আমি সেরাটা আপনাদের উপহার দেবো। চট্টগ্রাম জেলাবাসীকে সুখে-শান্তিতে রাখতে যা করার প্রয়োজনে সেটা করার চেষ্টা থাকবে। পরিবর্তন দেখবেন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরাজুল টুটুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, যুগ্ম সম্পাদক মাকসুদুল হক, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফিরোজ শিবলী প্রমুখ।