প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিসিএস অফিসার্স ফোরামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশকে কেউ ভালোবাসে না এবং প্রধানমন্ত্রীর মতো দেশের জন্য পরিশ্রমী লোক পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে আর দেশের এই উন্নয়ন আপনাদের ধরে রাখতে হবে।
উপমন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে আরও বলেন, আমার পদমর্যাদা নয় বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার প্রিয় পরিচয়। বিশ্ববিদ্যালয়ের সবার সুবিধা-অসুবিধার জন্য আমার দরজা খোলা।
তিনি আরও বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমি কখনও আপস করব না।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জাবির অ্যালামনাই সভাপতি ও সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির।
সম্মেলন উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।