বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা২৪ বিডি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকের পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করতে পারেন।
শুক্রবার জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মহাসচিবের সংবাদ সম্মেলন করার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়। পরে জানানো হয় স্থায়ী কমিটির বৈঠক হবে শনিবার।