বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইভিএম নিয়ে বিএনপি’র পক্ষ থেকে অহেতুক অভিযোগ করা হচ্ছে। তারা চায় না ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক। ভোটের প্রক্রিয়া সহজ করতে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এমন যন্ত্রের ব্যবহার বিভিন্ন দেশেই হয়ে থাকে।
মন্ত্রী সকালে মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া এসে সড়ক পথে কসবা যান। এসময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেস ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।