বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। উপজেলা পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যানও তিনি।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় বামৈ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়। এ সময় দ্বিতীয় প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের ভোট গণনা চলছিল।
বিকেলে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি।
অনুষ্ঠানে জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন। ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় বামৈ বাজার ও আশপাশের এলাকা।