চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের ৫ জনসহ ৯ সম্ভাব্য প্রার্থী। গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মনোনয়ন সংগ্রহ করেন সদ্য প্রয়াত সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান বাদল, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং মো. কামাল উদ্দিন তালুকদার।
এ ছাড়া গত চার দিনে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম আবুল কালাম আজাদ, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও এসএম কফিল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলা২৪ বিডি নিউজকে বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে নয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪। উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।