ময়মনসিংহের নান্দাইলে একটি বাজারে মার্কেটে আগুন লেগে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী সাইজুদ্দিন জানান, রাতে কালির বাজারের রশিদ মেম্বারের মার্কেটে আগুন লেগে ১৪টি দোকানসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ওই মার্কেটে রাইস মিল, চালের গুদাম, বেকারি, তুলার গুদামসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের টিম লিডার রুবেল মিয়া জানান, ঘন কুয়াশা আর ভাঙা সড়কের কারণে ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।