1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৩:২৯ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ মঞ্চকে বিজেপি ও ‘র’র এজেন্ট বললেন ভিপি নুর

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৩

‘মুক্তিযুদ্ধ মঞ্চ’কে ছাত্রলীগের মুখোশধারী লাঠিয়াল বাহিনী এবং ভারতের ক্ষমতাসীন বিজেপি ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চ ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দালাল হিসেবে কাজ করছে। তারা বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে বক্তৃতায় নুর এ কথা বলেন। ভারতে বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনরতদের প্রতি সংহতি জানাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তবে এতে নুরসহ সমাবেশের আয়োজকদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরে বক্তৃতায় ভিপি নুর বলেন, বাংলাদেশ এখন বাংলাদেশ সরকার চালায় না। বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্র ভারত চালাচ্ছে। বাংলাদেশকে এখন ভারতের অঙ্গরাষ্ট্র পরিণত করতে চাইছে তারা। বাংলাদেশ এখন অস্তিত্বের সংকটে। আজকে বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার আঙ্গুল ভেঙেছে। আমি বাংলাদেশের পক্ষে কথা বলে নিজের জীবন দিতে প্রস্তুত আছি। হামলা-মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না।

কথিত অনুপ্রবেশকারী শনাক্ত করতে এনআরসি প্রকাশ এবং ধর্মীয় বিবেচনায় নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাসের সমালোচনা করে ভিপি নুর বলেন, ভারতীয়দের উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত হচ্ছে। আমরা বাংলাদেশের ছাত্রসমাজ এই বিতর্কিত এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এখানে মিলিত হয়েছি। এসময় ভারতের দালাল বিজেপির এজেন্ট সন্ত্রাসী সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের ওপর হামলা করে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে ভিপি নুরুল হক নুর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু-মুসলিম সবাই আমরা ভাই ভাই। কিন্তু ভারত এনআরসির মাধ্যমে মুসলিমদের নির্যাতিত করে আরেকটি জাতিগত হত্যার ষড়যন্ত্র করছে।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশের ভোটারবিহীন অবৈধ সরকার অবৈধভাবে ভারতের সাম্প্রদায়িক শক্তি বিজেপির সাথে আঁতাত করে বাংলাদেশকে একটি বাতিল রাষ্ট্রে পরিণত করার জন্য নানা ধরনের কূট-কৌশল করছে। তারই অংশ হিসেবে আমরা যখন ভারতের ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানাতে একত্রিত হয়েছি, তখন এই বিজেপির এজেন্ট মুক্তিযুদ্ধ মঞ্চের মাধ্যমে আমাদের ওপর হামলা করিয়েছে। এই মুক্তিযুদ্ধ মঞ্চ সারাদেশের ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে গঠিত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের নামে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

ডাকসুর ভিপি বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোনো সিদ্ধান্ত নিতে দেব না আমরা। আমাদের শরীরে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিতে দেব না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণ এই স্বৈরাচার সরকার।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতের আধিপত্য কায়েম হতে দেব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অন্যের হাতে।

তিনি আরও বলেন, আজকে আমরা আহত হয়েছি। আমার পা থেকে রক্ত ঝরছে। শুধু পা থেকে কেন? জীবন দিয়ে দেব, তবু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যাব।

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের অতর্কিত হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসমাবেশের ডাক দেন ডাকসুর ভিপি নুর।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart