যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বুধবার রাতে জানিয়েছেন, কাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার আসবে চূড়ান্ত ঘোষণা। এটা ধরেই নেয়া যায়, পিসিবির নতুন প্রস্তাব মেনে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্ট খেলতে যাবার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন তার মানে পুরো টেস্ট দলই যাচ্ছে। নাহ, আসলে তা নয়। বাংলাদেশ দলের টেস্টে সবচেয়ে বড় নির্ভরতা মুশফিকুর রহীমই থাকছেন না।
আজ রাতে বিসিবি প্রধান নাজমুল হাসান তেমনটাই জানালেন। বিসিবি বিগ বসের কথা, ‘আমাদের জাতীয় দলের ভিনদেশি কোচিং স্টাফদের অনেকেই মানে বড় অংশই যাবেন না। হেড কোচ রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টি সিরিজে যেতে আগ্রহী।’
তবে জাতীয় দলের হেড কোচ টেস্টে যাবেন কি না, বিশেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজ হলে ১৫ দিনের মত বা বেশি সময় থাকতে হবে, অত সময় রাসেল ডোমিঙ্গো থাকবেন কি না? তা জানাননি পাপন।
তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিসিবি বিগ বস। তিনি জানিয়েছেন, মুশফিকুর রহীম কোন সিরিজ খেলতেই পাকিস্তান যেতে রাজি নন। সেটা টি-টোয়েন্টি বা টেস্ট যা-ই হোক।
এদিকে আজ ৩০ জন ক্রিকেটারের ‘জিও’ সাক্ষর হয়েছে বলে জানা গেছে। সেখানে মুশফিকের সাক্ষর নেই বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।