ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে রোববার (২৬ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। নৌকা মার্কায় ভোট চেয়ে উজ্জলের নেতৃত্বে মহানগর যুবলীগের নেতাকর্মীরা ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা চালায়। এসময় নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের কাঠাল বাগান, গ্রীনরোডসহ আশপাশের এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় ঢাকা দক্ষিন যুবলীগের সভাপতি শাহ আলম খানও গণসংযোগে অংশ গ্রহন করেন।
উজ্জলের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, মহানগর যুবলীগের কার্যকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সামছুল ইসলাম, ১২ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহার উল ইসলাম, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন- আহ্বায়ক বিপ্লব বসু, ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তাক হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা লিটন চৌধুরী,মামুন শেখ, ওমর চিশতী রাসেল, আরাফাত রহমান ওসিন, সায়েম আহাম্মেদ, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শাহজাহান, মোঃ আলামিন, যুবলীগ নেতা হিমেল খাঁন, ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা রিপন খাঁন, যুবলীগ নেতা হাজ্বী আঃ রব রনি, মোঃ নাছির সর্দার, মোঃ আলী হায়দার সাগর, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান মন্টি, যুবলীগ নেতা মোঃ ইমরান ভূইয়া, মোঃ সুমন, মোঃ খোকন, মোঃ জুয়েল, মোঃ ফয়সাল আহাম্মেদ প্রমুখ।
নগরীরর বিভিন্ন স্থানে গণসংযোগের সময় স্থানৗয় কাউন্সিলর ও নেতা-কর্মীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এবংতারা উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার ভোট দেয়ার ইচ্ছা পোষন করেছেন।