1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ০৮:০৮ অপরাহ্ন

মেয়ে আয়রাকে সঙ্গে নিয়েই এক হলেন সৃজিত-মিথিলা

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৪

বিয়ে করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা। শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন হয়। লাল জামদানি শাড়িতে বউ সেজেছেন মিথিলা। সৃজিত পরেছিলেন কালো পাজামা ও পাঞ্জাবি, তার ওপর লাল জহরকোট।

নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সৃজিতের কাছের বন্ধুরা। বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন কলকাতার অভিনেতা রুদ্রনীল, কবি ও গীতিকার সৃজাতসহ অনেকেই। মিথিলার বিয়ের দিন অনেকেই খুঁজেছেন আয়রাকে। কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, মেয়ে আয়রা বাবার কাছে নাকি মায়ের কাছে?

সৃজিত মিথিলার বিয়ের আয়োজনেই দেখা গেলো তাহসান-মিথিলার মেয়ে আয়রাকে। কলকাতা যাওয়ার সময় বাংলাদেশ থেকে মিথিলার বাবা-মা সঙ্গে নিয়ে যান ছোট্ট আয়রাকে। একটা ছবিতে দেখা যায়, আয়রাকে নিয়ে বিয়ের সাজে বসে আছেন সৃজিত-মিথিলা।

মেয়ে আয়রাকে সঙ্গে নিয়েই এক সুতোয় সৃজিতকে বাঁধলেন মিথিলা। ছোট্ট আয়রার সঙ্গে বেশ মজা করতে দেখা যায় সৃজিতকেও।

এদিকে মিথিলা গণমাধ্যমকে জানিয়েছেন, আজ শনিবার সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছেন তারা। হানিমুনের পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশনও করবেন মিথিলা। সুইজারল্যান্ডে একান্তে এক সপ্তাহ সময় কাটাবেন তারা।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেক দিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে পূর্ণতা পেল।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart