রাজধানী সবুজবাগের উত্তর বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তারা উত্তর বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকেন। গত ১৬ জানুয়ারি সকালে পাশের রুমে থাকা জুবায়ের নামের এক যুবক ওই শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন।
তিনি আরও জানান, প্রথমে শিশুটি ভয়ে কিছুই বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান এবং তাকে জিজ্ঞাসা করলে একপর্যায়ে স্বীকার করে। এরপর মানসম্মানের ভয়ে প্রাথমিকভাবে কাউকে না জানালেও পরে নিজেদের ভেতরে আলোচনা করে বুধবার (২২ জানুয়ারি) রাতে থানায় মামলা করেন। মামলা নং ২৭।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।