নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মূখে জিম্মী করে তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আয়াত আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের সদস্যরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মূখে জিম্মী করে নগদ ৩ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাবেক চেয়ারম্যানের ছেলে আশরাফ আলী তানভীর জানায়, রোববার গভীর রাতে একদল ডাকাত তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আয়াত আলীর বাড়ির গ্রীলের জানালা কেটে ঘরে প্রবেশ পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মূখে জিম্মী করে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা তিনটি ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ পোনে ৩ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আশরাফ আলী তানভীর বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সোমবার সকালে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত দলকে গ্রেফতারের চেষ্টা চলছে।