আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ম বারের মতো সভাপতি ও ওবায়দুল কাদের ২য় বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে কাতার আওয়ামী লীগ।
স্থানীয় সময় শনিবার (২৮ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা আফগান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোল্লা রাজ রাজিব।
এ সময় বক্তব্য দেন- সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম চৌধুরী, সহ-সভাপতি আবিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ, মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে, তারই যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ একটি মডেল সংগঠনে পরিণত হয়েছে। দলের পরিক্ষিত সৈনিক ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবান জানান।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে দেশীও সংগীত পরিবেশন করেন কাতারের স্থানীয় শিল্পীরা।