1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২০, ১১:৫৩ অপরাহ্ন

সচিবালয়ের ভবনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ১০৫

সচিবালয়ের ৬ নম্বর ভবনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ভবনের সপ্তম তলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৬০৬ নম্বর কক্ষে ফলস সিলিংয়ের সঙ্গে থাকা টিউব লাইটের স্টার্টারে আগুন লাগে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনের সঙ্গে ধোঁয়া দেখে ওই কক্ষে কর্মরতরা ফায়ার সার্ভিসে খবর দেন। একই সঙ্গে তারা পানি ছিটিয়ে আগুন নেভান।

তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা চারজন কর্মকর্তা ৬০৬ নম্বর কক্ষে বসেন। কাচ ঘেরা যে স্থানের উপর লাইটে আগুন লেগেছে সেখানে বসেন সিস্টেম অ্যানালিস্ট সিরাজুল ইসলাম। ওই সময় তিনি কক্ষে ছিলেন না। বিকেল ৩টার দিকে ৬ নম্বর ভবনের সপ্তম তলায় গিয়ে দেখা গেছে, ৬০৬ নম্বর কক্ষ ও এর চারপাশে পোড়া গন্ধ। পুড়ে যাওয়া লাইট সরিয়ে নেয়া হয়েছে।

এই রুমে বসেন সহকারী প্রোগ্রামার মুহা. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘ফলস সিলিংয়ের টিউব লাইটের একদিকে ধোঁয়া দেখতে পাই, আগুনও জ্বলে ওঠে। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। এরপর পানি এনে ছুড়ে মারি, এতে আগুন নিভে যায়।’

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৬ নম্বর ভবনের নিচ থেকে পানি সরবরাহের ডেলিভারি হোস পাইপ সপ্তম তলা উঠানো হয়। আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে হাজির হন ফায়ার ফাইটাররা।

সচিবালয়ের ফায়ার স্টেশনের সাব-অফিসার শাহ জাহান বাংলা২৪ বিডি নিউজকে বলেন, ‘আমরা আসার আগেই আগুন নিভে গেছে। টিউব লাইটের স্টার্টারে আগুন লেগেছিল। ফলস সিলিংয়ে আগুন লেগে গেলে তা ছড়িয়ে পড়তে পারত। আগুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

খবর পেয়ে ঢাকা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশীদ সচিবালয়ে চলে আসেন। তিনি বলেন, ‘আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের পুরো প্রস্তুতি ছিল। তবে সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করা সম্ভব নয়। আমরা সংশ্লিষ্টদের এ বিষয়ে চিঠি লিখেছি।’

এর আগে, গত বছরের ৭ জুলাই সচিবালয়ের ৬ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ড রুমে আগুন লাগে।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart