সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে দীপ ও সাইফুল নামে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লেকভিউ ক্যাফের বিপরীত পাশের বাইপাস সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদের মধ্যে দীপ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী ও মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামি এবং সাইফুল অস্ত্রধারী ক্যাডার। সাইফুলের বাড়ি কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে বলে তাৎক্ষণিক তথ্যে জানা যায়।
ইটাগাছা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাংলা২৪ বিডি নিউজকে বলেন, ভোরে খবর পেয়ে বাইপাস এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।