1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ০৮:৪৪ অপরাহ্ন

সেলফি তোলায় ভক্তের মোবাইল ছুড়ে ফেললেন সালমান খান

ডেস্ক রিপোর্ট (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৪৭

বিমানবন্দর থেকে বাইরে বের হচ্ছিলেন সালমান খান। দেহরক্ষীরা চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছেন। এমন সময় হঠাৎ করে কাছে এসে এক ভক্ত মোবাইলে সেলফি তুলতে শুরু করেন। অনুমতি না নিয়ে ভক্তের এমন কাণ্ডে রেগে যান সালমান। সঙ্গে সঙ্গে ভক্তের মোবাইলটি ছুড়ে ফেলে দেন!

সম্প্রতি ভারতের গোয়া বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। বলিউড ‘ভাইজান’ হয়তো ভেবেছিলেন বিষয়টি কেউ খেয়াল করেননি। কিন্তু বিমানবন্দরের গেটে তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অসংখ্য ভক্তের কারো একজনের ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এমন ঘটনায় সালমান ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ বলছেন, ভাইজান যা করেছেন ঠিকই করেছেন। সম্মতি না নিয়ে ছবি তোলার ঠিক হয়নি। অন্যদিকে কেউ কেউ বলছেন, ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে সালমান খান বাড়াবাড়ি করেছেন।

‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিংয়ের গোয়া গিয়েছিলেন সালমান খান। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল, পরিচালনা করছেন প্রভুদেবা। তবে সিনেমাটিতে সালমানের বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনো জানানো হয়নি।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart