হংকংয়ে আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো অনেকে। রোববার (১৫ নভেম্বর) রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) হংকং জিএফপি নিউজ জানায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পান পুলিশ। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ১৮ জনকে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। সূত্র: হংকংজিএফপি ও এসসিএমপি নিউজ।
আরও পড়ুন