বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে ২০২০ সালের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় ক্যালেন্ডার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বগুড়ার গাবতলী পৌরসভা বিএনপির সভাপতি ডাক্তার সাবেদ আলীর হাতে ক্যালেন্ডার তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-প্রচার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি ও চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি আব্দুস সাত্তার, বগুড়া গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ছাড়াও গাবতলী বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।