1. admin@bangla24bdnews.com : b24bdnews :
  2. robinmzamin@gmail.com : mehrab hossain provat : mehrab hossain provat
  3. maualh4013@gmail.com : md aual hosen : Md. Aual Hosen
  4. tanvirahmedtonmoy1987@gmail.com : shuvo khan : shuvo khan
রবিবার, ০১ নভেম্বর ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

৫৩ প্রবাসীর সৌদি যাওয়া অনিশ্চিত

স্টাফ রিপোর্টার (বাংলা ২৪ বিডি নিউজ):
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭

করোনার কারণে দেশে এসে আটকেপড়া  সৌদি প্রবাসীরা পর্যায়ক্রমে  কর্মস্থলে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘যাদের ভিসার মেয়াদ শেষ,  চাকরিদাতা আর নিয়োগ দেবেন না, এমন ৫৩ জনের সৌদি যাওয়া অনিশ্চিত। তাদের বিষয়ে কিছু করার নেই।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ ও মালয়েশিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সপ্তাহে ২০টি  ফ্লাইট যাবে। এর মধ্যে সৌদি এয়ারলাইন্সের ১০টি এবং বিমান বাংলাদেশের ১০টি। এর মাধ্যমে দ্রুত অধিক সংখ্যক প্রবাসী সৌদি ফিরতে পারবেন বলে আমরা আশা করছি।’ তিনি আরও বলেন, ‘আপাতত সৌদি আরব ছাড়া অন্য কোনও দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এখন সপ্তাহে ১৭টি ফ্লাইট চলাচল করে। তারা ফ্লাইট বাড়াতে আগ্রহ দেখিয়েছে।’

প্রসঙ্গত, আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এছাড়া অংশ নিয়েছেন সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ার প্রতিনিধি।  কাতারের আমির  মৃত‌্যুবরণ করায় দেশটির কোনও প্রতিনিধি ছিলেন না।

ফেসবুকে আমরা

এ বিভাগের আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.bangla24bdnews.com কর্তৃক সংরক্ষিত
Customized By NewsSmart