
নারায়ণগঞ্জ (বাংলা ২৪ বিডি নিউজ): বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক ক্রিকেটার আরিফুল হক হাসান (লাটিম) বেরসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন ভান্ডারী পেয়েছেন (ঠেলাগাড়ি) ২ হাজার ৪০০ ভোট ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগ সভাপতি নজরুল ইসলাম (ঘুড়ি) ২ হাজার ৩৪৮ ভোট। অপর দুই প্রার্থী আব্দুল আজিজ (ব্যাটমিন্টন) ৩৮ ভোট ও এ আর রাসেল (টিফিন ক্যারিয়ার) ৪৬ ভোট পেয়েছেন। বিজয়ী আরিফুল হক হাসান জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের বড় ছেলে। নজির বিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সেভেন মার্ডারের ঘটনায় দায়ের করা দুটি মামলায় অভিযুক্ত এই ওয়ার্ডের কাউন্সিলর নুর হোসেন বহিস্কার হওয়ার পর ওয়ার্ডটি শুণ্য হয়। ফলে নুর হোসেনের কারণে এই ওয়ার্ডের নির্বাচনটি ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে উঠে সংশ্লিষ্টদের কাছে। রোববার পুরো নারায়ণগঞ্জবাসীর দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে। দিনভর আলোচনার কেন্দ্রবৃন্দ ছিল কে পড়বে বিজয়ের মালা।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল, আটি, ওয়াপদা কলোনী, উত্তর আজিবপুর ও আউলাবন এলাকা নিয়ে ৪নং ওয়ার্ড গঠিত। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৮১ আর মহিলা ভোটার ৬ হাজার ২২৫। ৫ টি কেন্দ্রের ৩৭ টি বুথে ৬০ ভাগের বেশি ভোটার ভোট দিয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা তারিফুজ্জামান জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আরিফুল হক হাসান তাকে বিজয়ী করায় ৪নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে বলেন, আমি সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে ৪নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই।