
নারায়ণগঞ্জ (বাংলা ২৪ বিডি নিউজ): নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামী নূর হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া ভারতের মামলা নিষ্পত্তি হওয়ার পরই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক। রোববার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন গ্রীণ ফর পীসের দুই যুগ পূর্তি অনুষ্ঠান শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতে নূর হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ফিরে আনা যাচ্ছে না। আমাদের দেশে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুলো আদালতে হাজির করা হয়েছে। এখন নূর হোসেনের যা কিছু হবে তা আদালতে মাধ্যমেই হবে’।
এর আগে তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাদক, ইভটেজিং ও বাল্যবিবাহ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে বলেছেন, মাদকাসক্ত সন্তান বাবা মায়ের কথা শুনে না। পরিবারে অশান্তি ডেকে আনে। একজন মাদকসক্তকে মাদক নিয়ন্ত্রণ করে, সে মাদককে নিয়ন্ত্রণ করতে পারে না। পরিবার থেকে মাদকের ভয় সৃষ্টি করতে হবে। যাতে করে তারা জানতে পারবে কোথায় গেলে কিভাবে মাদকা আসক্ত হয়ে পাড়বে, কি ক্ষতি হবে। প্রত্যেকের মনে মাদকের ভয় ঢুকিয়ে দিতে হবে। পরিবারের মা-বাবা ভাই-বোনরাই পারবে শিশুকাল থেকে মাদকের ভয় ঢুকিয়ে দিতে। যেন মাদকের নাম শুনে ভয় পায় । এছাড়াও সমাজের ইভটিজিং বাল্যবিবাহ নিয়ে সচেতনা সৃষ্টি করতে হবে।
গ্রীণ ফর পীসের প্রতিষ্ঠাতা গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এসএম আরিফ মিহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, সংগঠনের জেলার সভাপতি ফারজানা রহমান, জেলা কমিউনিটিং পুলিশের সভাপতি কুতুবউদ্দিন আকছি, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, উপজেলা নারী ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।