
ডেস্ক সংবাদ (বাংলা ২৪ বিডি নিউজ) : ইয়েমেনের এডেনে হামলায় সংযুক্ত আরব আমিরাতে চার সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। এই ১৫ জন ইয়েমেনের হুতিবিরোধী আরব জোটের সদস্য।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, এডেনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ব্যবহৃত হোটেল এবং আরব জোটের একটি বিমানঘাঁটিসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। গত জুলাইয়ে হুতিদের কাছ থেকে এডেন পুনর্দখল করার পর এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী হামলার ঘটনা।
ডব্লিউএএম জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সৌদি আরবের নাগরিক এবং চারজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।
এই হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ক্ষতিগ্রস্ত হননি। হামলার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছে মন্ত্রিসভা।
উল্লেখ্য, এডেনের অভিজাত হোটেল কাসর। এই হোটেলকে সরকারের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। মঙ্গলবার হোটেলটিতে হামলা চালানো হয়। তবে হুতি না অন্য কোনো পক্ষ এই হোটেলে হামলা চালিয়েছে, সে সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।