নীলফামারী প্রতিনিধি (বাংলা ২৪ বিডি নিউজ): নীলফামারীতে উত্তরা ইপিজেড এর একটি চারতলা ভবন থেকে পড়ে এক শ্রমিক ও সৈয়দপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃতু হয়েছে।
নীলফামারীর উত্তরা ইপিজেডের মাজেন বিডি (লিঃ) ফ্যাক্টরীর সম্প্রাসারিত নির্মানাধীন চারতলা ভবনের উপর থেকে পড়ে এক রড মিস্ত্রি ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতের নাম আনোয়ার হোসেন (২৮)। সে জেলার সদর উপজেলার চড়াইখোলা বটতলী গ্রামের আজিজুল হকের ছেলে। এ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চারতলা নুতন ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে যায় আনোয়ার। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় দুর্ঘটনাজনিত মৃত্যু এ রকম একটি মামলা হয়েছে। অপরদিকে জেলার সৈয়দপুরে অগ্নিদ্বগ্ধ হয়ে হালিমা খাতুন (৬৬) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত হালিমা সৈয়দপুর উপজেলার উত্তরা আবাসন প্রকল্পের মৃত মুর্তজা আলীর স্ত্রী। এলাকাবাসী জানায়, বৃদ্ধা হালিমা খাতুন সোমবার রাতে শীতের কারণে নিজ বাড়ীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। সাথে সাথে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপরে সে মারা যায়। সংশ্লি¬ষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন।