
শেরপুর(বাংলা ২৪ বিডি নিউজ): শেরপুর জেলার চার পৌরসভার আটজনের মনোনয়ন বাতিল ঘোষণা করছে নির্বাচন কমিশন।
গত দুইদিন (শনি ও রবিবার) মনোনয়ন যাচাই বাছাই শেষে ২২ জন মেয়র প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।
৬ই ডিসেম্বর রোববা মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে শেরপুর জেলার নকলা ও শ্রীবরদী পৌরসভার সাতজন মেয়র পদপ্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা। এর আগে গত ৫ই ডিসেম্বর শেরপুর পৌরসভার জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
শেরপুর পৌরসভায় মনোনয়নপত্রের সঙ্গে দলীয় ক্ষমতাপ্রাপ্ত নেতার প্রত্যয়নপত্র না থাকায় জাতীয় পার্টি মেয়র প্রার্থী মীর দেলোয়ার হোসেন দিলুর বাতিল করা হয়। শেরপুর উপজেলার ইউএনও এবং রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মীর দেলোয়ার হোসেন দিলু ছিলেন শেরপুর জেলার চারটি পৌরসভার মধ্যে জাতীয় পার্টি মনোনীত একমাত্র প্রার্থী। তাই তার মনোনয়ন বাতিল হওয়াতে জেলায় জাতীয় পার্টি মনোনীত কোন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছেনা।
এছাড়া নকলা পৌরসভার ৪ সতন্ত্র মেয়র প্রার্থী মো. আমির উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. শফিউল ইসলাম এবং মো. আনোয়ার হোসেন আনারের মনোনয়ন বাতিল করা হয়। এ ব্যপারে নকলা উপজেলার নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, নিয়মানুযায়ী প্রতিটি সতন্ত্র প্রার্থীর অন্তত ১০০ জন ভোটারের সমর্থন সম্বলিত কাগজ জমা দেওয়ার কথা। উপরোক্ত প্রার্থীরা এই কাগজ দেখাতে না পারায় তাদের মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়।
একই কারণে শ্রীবরদী পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও অ্যাডভোকেট শহীদুল্লাহ শাহী এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শ্রীবরদী উপজেলার রিটার্নিং কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান এই তিন প্রার্থীর মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।
উক্ত আটজন প্রার্থীরা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন করতে চাইলে তিনদিনের মধ্যে তা সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মারফত আবেদন করতে বলা হয়েছে।