দিনাজপুর(বাংলা ২৪ বিডি নিউজ): দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে অভিযান চালিয়ে ২৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুর ১২টার দিকে হিলি সীমান্তে ছোট ডাঙ্গাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালামালগুলো আটক করে বিজিবি।
হিলি সিপি বিওপি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, অভিযানে ৩৯৫পিচ ডাইক্লোফেনাক ইঞ্জেকশন, ১ লাখ ৮ হাজার পিচ প্র্যাকটিন, ডেকরিন ও নিমোসিলাইট ট্যাবলেট, ১০ পিচ সিল্ক শাড়ি ও ৯ পিচ উন্নতমানের লেডিস চাদর আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক মুল্য ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা।