ক্রীড়া ডেস্ক (বাংলা ২৪ বিডি নিউজ): বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তি নিয়ে একটা ‘রহস্য’ চলছে বেশ কিছুদিন থেকেই। দুদিন আগে স্প্যানিশ রেডিও কোপে জানিয়েছিল, ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন নেইমার। তবে নতুন খবর হলো, চুক্তিটা নাকি দুই মাস আগেই হয়ে গেছে!
২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নেইমারের চুক্তিটা নাকি হয়েছে গত ডিসেম্বরে জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়ে। এমনটাই দাবি করেছেন ইএসপিএন-এর ব্রাজিলিয়ান সাংবাদিক আন্দ্রে প্লিহাল।
ওই সাংবাদিক জানান, ২০২১ সালের জুন পর্যন্ত নেইমার ন্যু ক্যাম্পে থাকার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। জাপানে ক্লাব বিশ্বকাপ চলাকালীন নেইমার ও বার্সেলোনার মধ্যে এই চুক্তির সম্পন্ন হয়েছে।
ইএসপিএন-এর দাবি, ‘বাণিজ্যিক ও কর বিষয়ক’ কারণে ব্রাজিলে এই সংবাদটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। বার্সার পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বার্সার সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৮ সালের জুনে। যদি নতুন চুক্তি হয়ে থাকে তাহলে লিওনেল মেসির পর বার্সায় দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন নেইমার।
তথ্যসূত্র : মার্কা ডটকম।